shrestonews
ঢাকাআজ: রবিবার,১৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ/২৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ । ২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশনের পক্ষপাতমূল আচরণের অভিযোগে তুলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এনসিপির কর্মসূচি ঘিরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয় এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেয় দলটি।

গত রাতের সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকাই দায়ী বলে আমরা মনে করি।

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণের কারণে এনসিপি ইসির ওপর ভরসা রাখতে পারছে না বলেও জানান এনসিপি নেতারা। ফলে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানানো হয়।

এদিকে, এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে সামনে।