shrestonews
ঢাকাআজ: বৃহস্পতিবার,১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ/২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা, দিল্লিতে উচ্চ সতর্কতা জারি

shrestonews
মে ৯, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ণ । ২০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাশ্মীরের পহেলগামের সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ দ্রুতই ঊর্ধ্বমুখী হচ্ছে। ৬ মে, মঙ্গলবার পাকিস্তানের অভ্যন্তরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে পাল্টাপাল্টি সামরিক আক্রমণ চলছে দুই দেশের মধ্যে। এমন অবস্থায় ভারতের বিভিন্ন বর্ডার এলাকায় হামলার পর দিল্লিতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। বাড়ানো হয়েছে নিরাপত্তা। সঙ্গে বাতিল করা হয়েছে সরকারি কর্মচারীদের ছুটি। সন্ধ্যার দিকে এক আদেশে, দিল্লি সরকারের পরিষেবা বিভাগ তার কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটিতে যেতে নিষেধ করেছে।

দিল্লীর ঐতিহাসিক যুদ্ধ স্মারক ইন্ডিয়া গেট থেকে পর্যটক ব্যবসায়ী সকলকে চলে যেতে বলা হয়েছে। পুলিশ ঘোষণা দিয়ে এলাকা ছেড়ে সবাইকে চলে যেতে বলেছে। অই এলাকায় নিয়ন্ত্রন করা হয়েছে যান চলাচল।

কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনো জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি পর্যালোচনা করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের অধস্তনদের সাথে বৈঠক করেছেন। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, যে কোনো পরিস্থিতিতে ‘পুলিশ সতর্ক থাকবে এবং সক্রিয় থাকবে। বাড়ানো হয়েছে রাতের নজরদারি। ঝুকিপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীর সীমান্তে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এমন দাবি করে ভারত বলছে, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যার মধ্যে ছিল জম্মুর সটওয়ারি বিমানঘাঁটিও। পাকিস্তানের নিক্ষেপ করা অন্তত আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানায় ভারতের প্রতিরক্ষা বাহিনী।