shrestonews
ঢাকাআজ: বৃহস্পতিবার,৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ/২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশের পথে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
মে ৬, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ণ । ৫৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যের লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (৫ মে) যুক্তরাজ্য স্থানীয় সময় বিকাল সোয়া চারটার দিকে (বাংলাদেশ সময় সোয়া নয়টা) খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উদয়ন করে।

এরআগে এদিন বিকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছোন বিএনপির চেয়ারপারসন। বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাড়ি চালিয়ে তাকে বিমানবন্দরে নিয়ে যান। বিমানবন্দরে যাওয়ার পথে খালেদা জিয়াকে প্রবাসী বাংলাদেশিরা ব্যানার ও প্লাকার্ড নিয়ে পথের পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা ও বিদায় জানান।

আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় বিএনপির চেয়ারপারসন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

লন্ডন অবস্থানরত খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে ম্যাডাম রওনা হবেন। লন্ডন থেকে ঢাকার যাত্রাপথে দোহায় যাত্রাবিরতি আছে। সিডিউল অনুযায়ী বিশেষ বিমানটি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে স্থানীয় সময় রাত আড়াইটায়।

সেখানে জ্বলানি নেওয়ার জন্য এক ঘণ্টার যাত্রবিরতির পর ঢাকার উদ্দেশে রওনা করবে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি।