shrestonews
ঢাকাআজ: শনিবার,৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ/১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

অস্ট্রেলিয়ার নির্বাচনে আবারও লেবার পার্টির বিজয়

shrestonews
মে ৪, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ । ২২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও ক্ষমতায় ফিরছে লেবার পার্টি। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বে দলটি এককভাবে জয়লাভ করেছে। এর মাধ্যমে দেশটির জনগণ আবারও আস্থা রাখল প্রগতিশীল নীতির ওপর। পরাজয় স্বীকার করে নিয়েছেন বিরোধী রক্ষণশলী লিবারেল পার্টির নেতা পিটার ডাটন। সেই সঙ্গে আলবানিজকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

আলবানিজ এরই মধ্যে তার সমর্থকদের উদ্দেশ্যে বিজয় ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেছেন, তার দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি পরপর দুটি নির্বাচনে জয় নিশ্চিত করলেন।

সিডনিতে লেবার পার্টির সদর দফতরে উল্লাসিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার বয়স্কদের দেখাশোনা করার পাশাপাশি তরুণ অস্ট্রেলিয়ানদের বিকাশে বিনিয়োগ করবে। ভাষণে টেকসই অর্থনীতি ও ঐক্যবদ্ধ অস্ট্রেলিয়া প্রতিষ্ঠার কথাও বলেন তিনি।

এদিকে বিরোধীদলীয় নেতা পিটার ডাটন তার সমর্থকদের উদ্দেশে বলেন, তিনি এই জয়ের জন্য আলবানিজকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন এবং এমন ফলাফলের জন্য ‘সম্পূর্ণ দায়’ নিচ্ছেন। এই নির্বাচনে ডাটন তার নিজের আসনও হারিয়েছেন। এমনকি তিনিই প্রথম কোনো বিরোধী দলীয় নেতা যিনি নির্বাচনে তার নিজ আসন হারালেন।