shrestonews
ঢাকাআজ: বুধবার,২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ/৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবিধান সংস্কারে যতগুলো প্রস্তাবে বিএনপির দ্বিমত

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৭, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ । ১৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংবিধান সংস্কারের জন্য প্রস্তাবিত ২৫টি সুপারিশে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি। এছাড়া আরও ২৫টি প্রস্তাবে দলটি আংশিকভাবে একমত হয়েছে। তবে বাকি প্রস্তাবগুলো নিয়ে রয়েছে তাদের দ্বিমত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠক শেষে এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “সংবিধান সংস্কার নিয়ে প্রস্তাবিত ২৫টির সঙ্গে আমরা পুরোপুরি একমত। ২৫টিতে আংশিক মত দিয়েছি এবং বাকি প্রস্তাবগুলো নিয়ে আমাদের ভিন্নমত রয়েছে।”

তিনি বলেন, ‘সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে সংবিধান সংশোধনী নিয়ে যে মৌলিক প্রস্তাব দিয়েছে, সেগুলো নিয়ে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করব। যেটা যৌক্তিক সেটাই করবো। প্রয়োজন হলে আমরা আবারও বসবো।’

বিচারবিভাগের সংস্কারে ৮৯ দফা নিয়ে মতামত জানানো হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সবকিছু সাংবিধানিক হওয়া উচিত। বিচারবিভাগের স্বাধীনতা চাই। প্রক্রিয়াটা যেন সাংবিধানিক হয়।’

বিএনপির এ নেতা বলেন, ‘নির্বাচন ব্যবস্থা সংস্কারে বেশিরভাগই সংশোধনী দিয়েছে। এনআইডি, সীমানা নির্ধারণ নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত।’

এর আগে সকাল পৌনে ১১টার দিকে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়।

এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ করতে চায় কমিশন। স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠাই মূল লক্ষ্য। গণতন্ত্রের জন্য বিএনপির ভূমিকা প্রশংসনীয়।’