shrestonews
ঢাকাআজ: রবিবার,১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ/২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এসএসসি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১০, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ণ । ২২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। পরীক্ষার্থীদের মধ্যে ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন ছাত্র এবং ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন ছাত্রী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রথম দিন এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়।

এ বছর সারা দেশে তিন হাজার ৭১৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা হবে। তবে ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা হবে। এসএসসির লিখিত পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

আজ থেকে পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে আগেই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

পরীক্ষার সময় শিক্ষার্থীদের যেসব নির্দেশনা মানতে হবে

আন্ত শিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে।