shrestonews
ঢাকাআজ: রবিবার,৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য

পবিত্র ঈদুল ফিতর ৩১ মার্চ

shrestonews
মার্চ ২১, ২০২৫ ১২:২১ অপরাহ্ণ । ২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ২৯ মার্চ (২৯ রমজান) আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। কারণ ওইদিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে এবং চাঁদের সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর।

সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, জ্যোতির্বৈজ্ঞানিক কারণে— খালি চোখে, টেলিস্কোপে বা অন্য কোনো উপায়ে ওইদিন শাওয়াল মাসের চাঁদ দেখা সম্ভব নয়। ফলে যেসব দেশ চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে, সেসব দেশে এবারের রমজান ৩০ দিনে পূর্ণ হবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যসহ বেশিরভাগ ইসলামিক দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে ৩১ মার্চ।
চাঁদের অবস্থান কী বলছে?

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ মার্চ বেশিরভাগ আরব ও মুসলিম দেশ শাওয়াল মাসের অর্ধচন্দ্র দেখার চেষ্টা করবে। তবে পৃথিবীর পূর্বাঞ্চল থেকে চাঁদ দেখা সম্ভব হবে না। টেলিস্কোপসহ আধুনিক পর্যবেক্ষণ যন্ত্র ব্যবহার করেও আরব ও ইসলামিক বিশ্বের কোনো দেশ থেকে চাঁদ দেখা যাবে না।

তবে আমেরিকা মহাদেশের মধ্য ও উত্তর অংশে শুধুমাত্র টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা সম্ভব হতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব অংশ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলো বাদে খালি চোখে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।