shrestonews
ঢাকাআজ: শুক্রবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সৌদি আরবের সিদ্ধান্তে বিপাকে হাজার হাজার ওমরাহযাত্রী

shrestonews
মার্চ ১৪, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ । ২৫ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোনো ধরনের ঘোষণা ছাড়াই আসন্ন হজের প্রস্তুতির জন্য সৌদি আরব ওমরাহ ভিসার কোটা প্রায় ৯০ শতাংশ কমিয়েছে। এতে একেবারে কমে গেছে ওমরাহর ভিসা ইস্যুর সংখ্যা। ওমরাহযাত্রীদের চাহিদা অনুযায়ী সৌদি এজেন্সিগুলো (ওমরাহ কম্পানি) ওমরাহর ভিসা ইস্যু করতে পারছে না। এতে অপেক্ষমাণ হাজার হাজার বাংলাদেশি ওমরাহযাত্রী বিপাকে পড়েছে।

সৌদি আরবের সিদ্ধান্তে বিপাকে হাজারো ওমরাহযাত্রীএদিকে এয়ারলাইনসগুলো ফেরত দিচ্ছে না অগ্রিম টিকিটের টাকা। ফলে লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে এজেন্সি মালিক-ওমরাহযাত্রীদের। এমন পরিস্থিতিতে আগের মতো ওমরাহর ভিসা ইস্যু করতে রাজকীয় সৌদি আরব সরকারের আশু হস্তক্ষেপ চেয়েছে এজেন্সি মালিকদের সংগঠন হাব। পাশাপাশি সৌদি সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করছে ধর্ম মন্ত্রণালয়।

উল্লিখিত বিষয়ের সত্যতা নিশ্চিত করে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, এটি সৌদি সরকারের সিদ্ধান্তের বিষয়, এখানে বাংলাদেশের কোনো হাত নেই। টিকিটের টাকা ফেরত দেওয়ার বিষয়ে সৌদি দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। আমরা সৌদি সরকারকে অবহিত করব।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবছর পবিত্র রমজানে ওমরাহযাত্রীর চাপ বেড়ে যায়।

এবার অনেক ধর্মপ্রাণ মুসলমানের ইচ্ছা পবিত্র মাহে রমজানে তারা পবিত্র ওমরাহ পালন করবে। সেই অনুযায়ী হাজার হাজার ওমরাহযাত্রী এজেন্সিগুলোর মাধ্যমে টিকিট বুকিং দিয়ে রেখেছে। সাধারণত রমজানের ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে ওমরাহর ভিসা বন্ধ রাখে সৌদি সরকার। এবার কোনো ধরনের ঘোষণা ছাড়াই গত ৪ মার্চ থেকে ওমরাহর ভিসা প্রায় ৯০ শতাংশ কমিয়ে দিয়েছে সৌদি সরকার। ওই দিন থেকে সৌদির ‘নুসুক’ সিস্টেমে কাঙ্ক্ষিত ওমরাহযাত্রীর ভিসা (মোফা) মিলছে না।

পবিত্র রমজানে মক্কা-মদিনায় ইতিকাফ ও ইবাদত বন্দেগির জন্য যেসব নারী-পুরুষ ওমরাহ পালনে যাওয়ার নিয়ত করেছিল, তারা এখন উদ্বিগ্ন। এমনকি বিমানের টিকিটের টাকাও রিফান্ড করছে না সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো। এ নিয়ে ওমরাহযাত্রী ও এজেন্সি মালিকদের মধ্যে চলছে তুলকালাম কাণ্ড। ভিসা না হওয়ায় এজেন্সি মালিকদের অফিস ও বাসায় রীতিমতো হানা দিচ্ছে বিপাকে পড়া যাত্রীরা। অনেকে টাকা ফেরত পেতে এজেন্সি মালিকদের বাসাবাড়িতে হামলাও করছে।

বিষয়টি নিয়ে এজেন্সি মালিকদের সংগঠন হাবও দিশাহারা। সংগঠনটি গত বুধবার (১২ মার্চ) তাদের ইফতার মাহফিল অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা-সচিব ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। প্রয়োজনে তারা সৌদি সরকারের হস্তক্ষেপ চান বলে কালের কণ্ঠকে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।