shrestonews
ঢাকাআজ: বৃহস্পতিবার,২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ/১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য

সিরিয়ায় আসাদ অনুসারী ১৬২ বিদ্রোহীকে ‘হত্যা’

shrestonews
মার্চ ৮, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ । ১৪ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি ১৬২ জনকে ‘হত্যা’র খবর পাওয়া গেছে।

শুক্রবার (৭ মার্চ) আসাদপন্থি অন্তত ১৬২ জনকে হত্যা বা ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করা হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর।

উপকূলীয় প্রদেশ আসাদ পরিবারের শক্ত ঘাঁটি লাতাকিয়ায় আলাউইত সংখ্যালঘু জনগোষ্ঠির ১৬২ জন বেসামরিক লোককে ‘হত্যা’ বা ‘মৃত্যুদণ্ড’ কার্যকর করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

এদিকে, ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি আলাউইত বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুমকি দিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, “আপনারা সব সিরীয়র ওপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সময় এসেছে। আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না। অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন, খুব বেশি দেরি হওয়ার আগে।”

স্থানীয় সময় বৃহস্পতিবার সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলের লাতাকিয়া ও তার্তুস অঞ্চলে সংঘর্ষের সূত্রপাত। ওই এলাকাগুলোতে সিরিয়ার আলাওয়ি সম্প্রদায়ের মধ্যে আসাদের ব্যাপক সমর্থন ছিল। তবে তিন মাস ধরে সেখানে সাম্প্রদায়িক সহিংসতা চলছে।

সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার পর বিক্ষুব্ধ ও বিশৃঙ্খল জনতা উপকূলের দিকে অগ্রসর হয়।’