দুবাই থেকে স্বর্ণ পাচারের অভিযোগে ভারতের কন্নড় অভিনেত্রী রানিয়া রাওকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় টামস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে দুবাই থেকে বেঙ্গালুরু আসেন ওই অভিনেত্রী। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স-এর (ডিআরআই) কর্মকর্তারা তাকে আটক করেন।
জানা যায়, তার সঙ্গে ১৪.৮ কেজি স্বর্ণ ছিল। এই স্বর্ণ তাঁর পোশাকের পাশাপাশি শরীরে লুকিয়ে রেখেছিলেন।
তাকে ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয়। পরে রানিয়া রাওকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ১৫ দিনে চার বার দুবাই যাতায়াত করেছেন ওই কন্নড় অভিনেত্রী। বার বার বিদেশযাত্রার কারণেই ডিআরআই-এর সন্দেহে ছিলেন তিনি।
রানিয়া রাও হলেন আইপিএস অফিসার কে রামচন্দ্র রাওয়ের সৎ মেয়ে। রামচন্দ্র বর্তমানে কর্ণাটক স্টেট পুলিশ হাউজিং কর্পোরেশনের ডিরেক্টর জেনারেল।