shrestonews
ঢাকাআজ: বৃহস্পতিবার,২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ/১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য

সঙ্গীতশিল্পী শাকিরা হাসপাতালে

shrestonews
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ । ১৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারিরীক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন কলোম্বিয়ান সঙ্গীতশিল্পী শাকিরা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি জানান, তার উদরে সমস্যা হওয়ায় পেরুর লিমার কনসার্টে যেতে পারছেন না।

এদিন শাকিরা এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে তিনি দুঃখপ্রকাশ করে শো বাতিলের বিষয়টি জানিয়েছেন। এই কলম্বিয়ান তারকা লেখেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত রাতে আমায় ইমার্জেন্সিতে যেতে হয়েছিল পেট ব্যথার জন্য। আমি বর্তমানে হাসপাতালে ভর্তি।’

গায়িকা আরও জানান, চিকিৎসরা তাকে পারফর্ম করতে বারণ করেছেন। ফলে তার এখন সেই অবস্থা নেই যাতে তিনি স্টেজে উঠে পারফর্ম করতে পারেন। শাকিরা এদিন আরও জানিয়ে দেন এভাবে শো পিছিয়ে দেওয়ায় তিনি ভীষণই দুঃখিত কারণ তিনি মুখিয়ে ছিলেন তার পেরুর অনুরাগীদের জন্য, তাদের সামনে পারফর্ম করার জন্য।

তবে তিনি আশ্বস্ত করেছেন যে তার টিম এবং কনসার্টের প্রচারকরা শো এর জন্য নতুন তারিখ কবে জানানো হবে সেটা নিয়ে কাজ করা শুরু করেছেন। তিনি আরও বলেন, ‘আমি তোমাদের সবাইকে ভালোবাসি। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।’