shrestonews
ঢাকাআজ: বৃহস্পতিবার,২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ/১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য

সাংবাদিক দম্পতি শাকিল-রূপা ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১২:১২ অপরাহ্ণ । ২০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুরে একটি হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এর আগে আদাবর থানার আরেক মামলায় তাদের দুই দফা রিমান্ডে নেওয়া হয়েছিল।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার ৫ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মামলার এজাহার অনুযায়ী, সরকার পরিবর্তনের দিন ঢাকার মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। নিহতের বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

শাকিল আহমেদ ও ফারজানা রূপা একাত্তর টেলিভিশনের সাবেক সাংবাদিক। শাকিল ছিলেন নিউজ হেড, আর রূপা প্রিন্সিপাল করেসপনডেন্ট। ক্ষমতার পালাবদলের পর ২১ আগস্ট তারা দেশ ছাড়ার চেষ্টা করেন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদাবর থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই দফা রিমান্ডে নেয় পুলিশ।

সাংবাদিক দম্পতিকে নতুন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। মামলার তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করবে তাদের পরবর্তী আইনি প্রক্রিয়া।