shrestonews
ঢাকাআজ: বৃহস্পতিবার,২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ/১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য

এখনো পারিশ্রমিক পাননি রাজশাহীর অধিকাংশ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১:০১ পূর্বাহ্ণ । ৩২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১০ ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের ৭৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধের কথা থাকলেও এখন পর্যন্ত ৫০ শতাংশ অর্থ বুঝে পাননি দুর্বার রাজশাহীর অধিকাংশ ক্রিকেটার। এমনকি দলের ম্যানেজার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি পেয়েছেন পারিশ্রমিকের মাত্র ২৫ শতাংশ।

পারিশ্রমিক ইস্যুতে বারবার প্রতারণা করেও ক্ষান্ত হননি দুর্বার রাজশাহীর কর্ণধার শফিকুর রহমান। এমনকি সরকারের বেঁধে দেয়া সময়সীমাও মানেননি তিনি। ক্রিকেটারদের পাওনা শোধ না করে আবারও যোগাযোগ বন্ধ রেখেছেন এই ফ্র্যাঞ্চাইজি মালিক।

টাকা না পেয়ে ক্রিকেটারদের অনুশীলন বর্জন কিংবা ম্যাচ না খেলার ঘটনাও আলোচনা জমিয়েছে বিশ্ব ক্রিকেটে। একাধিকবার চেক বাউন্স, সবশেষ ভাড়া না পেয়ে ক্রিকেটারদের কিটব্যাগ জব্দ করেন বাস ড্রাইভার- যে দৃশ্যের দেখা মেলে না পাড়ার ক্রিকেটেও।

ক্রিকেটের স্বার্থে বিষয়টি নিষ্পত্তি করতে বারবার তাগাদা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নিরুপায় হয়ে সবশেষ গত ৩ ফেব্রুয়ারি রাজশাহীর মালিককে আইনি হেফাজতে এনে আলোচনা চালায় সরকার। যেখানে ৩, ৭ ও ১০ ফেব্রুয়ারি, এই তিন কিস্তিতে ক্রিকেটারদের সব পাওনা পরিশোধের আশ্বাস দেন শফিকুর রহমান।

তবে মুখের কথা মুখে রইলেও বাস্তবতা অন্য, ক্রিকেটারদের ৭৫ শতাংশ অর্থ তো দূরের কথা, এখন পর্যন্ত মোট অর্থের ৫০ শতাংশ অর্থও বুঝে পাননি অধিকাংশ ক্রিকেটার।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটারের দাবি, দলের অধিকাংশ ক্রিকেটার এখন পর্যন্ত পারিশ্রমিক পেয়েছেন ৪৫ শতাংশ। ১১ ফেব্রুয়ারির মধ্যে ৭৫ শতাংশ দেয়ার কথা থাকলেও যোগাযোগ করা যাচ্ছে না দলের মালিকপক্ষের সাথে।

নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ক্রিকেটারদের দেয়া অভিযোগ স্বীকার করে আবারও আশ্বাস দেন, দ্রুতই পরিশোধ করা হবে সবার পাওনা।

সরকারের বেঁধে দেয়া সময় একদিন পিছিয়ে ১১ ফেব্রুয়ারি আবারও প্রতারিত রাজশাহীর ক্রিকেটাররা। তারিখের পর তারিখ পেয়ে বারবার প্রতারিত হয়ে যেন ক্লান্তি চলে এসেছে ক্রিকেটারদের মাঝেও।