shrestonews
ঢাকাআজ: বৃহস্পতিবার,২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ/১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য

রাজবাড়ীতে অস্ত্রসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার

স্বপন বিশ্বাস, রাজবাড়ী
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ । ৩১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর পাংশায় যৌথ বাহিনীর অভিযানে একটি ইঞ্জিনচালিত নৌকা,৩টি ওয়ান শুটার গান, ১টি এয়ার গান, ১৭ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ৪টি পটকা, ১টি হকি স্টিক এবং ১টি মোবাইল ফোনসহ সন্ত্রাসী ফারুক বালাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ফারুক হোসেনের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকেযৌথবাহিনীর বিশেষ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পাংশা উপজেলার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ।

জানাগেছে, গ্রেপ্তার ফারুকসহ তার দলবল সেসময় ডাকাতির প্রস্ততি নিচ্ছিলেন। অভিযান চলাকালে তার কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সেইসাথে উদ্ধারকৃত অস্ত্রসহ অন্যান্য সামগ্রী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌ পুলিশ বাদী হয়ে পাংশা থানার মামলা করেছেন বলে জানিয়েছেন, মডেল থানার অফিসার্স ইনচার্জ সালাউদ্দিন আহমেদ।