shrestonews
ঢাকাআজ: বুধবার,১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ/২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি

নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ২৯, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ণ । ৮৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর নড়াইল প্রতিনিধি মোঃ রাজু শেখকে হুমকি দিয়েছে। এ ঘটনায় সোমবার রাত ১০ টার দিকে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১২৯৮) করেছে ভুক্তভোগী ওই সাংবাদিক।

ভুক্তভোগী ও জিডি সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শহীদ মিনার ও পূর্বপাশের ফটকের পাশে ৯০ এর গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নিহত ছাত্রনেতা সুব্রত সাহা মানিকের স্মৃতিস্তম্ভ ও চয়ন মল্লিকের ম্যুরাল ভাঙচুরের করেছে দুর্বৃত্তরা। পেশাগত দায়িত্ব অনুযায়ী ওই ঘটনায় সংশ্লিষ্ট সকলের বক্তব্য নিয়ে অফিসে সংবাদ পাঠান তিনি। রাত সাড়ে ১০ টার দিকে ওই সংবাদটি প্রথম আলোর অনলাইন ভার্সনে প্রকাশিত হয়। এরপর রাত ১১ টা ২৫ মিনিটে অপরিচিত একটি নম্বর থেকে রাজু কে ফোন করে অজ্ঞাতনামা এক ব্যক্তি ভাঙচুরের সংবাদ প্রকাশ করার কারণে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করেন।

ভুক্তভোগী রাজু শেখ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ হুমকির শিকার হয়েছি। এই হুমকি শুধু মত প্রকাশের স্বাধীনতায় আঘাত নয়, বরং গণতন্ত্র এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছি। আমি আশা করি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রæত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনবে।

নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশীদ লাবলু বলেন, প্রকাশিত সংবাদ নিয়ে কারো আপত্তি থাকলে সে বিষয়ে যথাযথ প্রক্রিয়ার প্রতিবাদ করার সুযোগ আছে। সে সুযোগ কাজে না লাগিয়ে গণমাধ্যমকর্মীকে ব্যক্তিগত ভাবে হুমকি-ধামকি দেওয়া অপরাধ। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বুধবার (২৯জানুয়ারি)সকালে বলেন, জিডির বিষয়টি আন্তরিকতার সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।