shrestonews
ঢাকাআজ: বুধবার,৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বেকার সমস্যা নিরসনে কাজ করছে সরকার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ । ৬৪ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান এনডিসি বলেছেন, শিক্ষিত তরুন বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে অন্তবর্তীকালীণ সরকার ব্যাপক আন্তরিক। দেশের বেকার সমস্যা নিরসনে ইতিমধ্যে পরিকল্পনা গ্রহন করেছে সরকার।

তারুন্যের উৎসব উপলক্ষে সোমবার রাতে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, তরুনরা স্বপ্ন দেখে সেই স্বপ্নকে জাগিয়ে তোলা, তরুনদের দেশ গড়ার কাজে লাগানোর দায়িত্ব আমাদের। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামীম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো. সাইদুল ইসলাম, সহকারী পরিচালক প্রিন্স বাহউদ্দিন তালুকদার, মো. নাজিম উদ্দিন, ওসি মো. ইউনুস মিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির ও খোন্দকার মনিরুজ্জামান। শেষে পিঠা উৎসবের স্টল পরিদর্শন করেন অতিথিরা।