shrestonews
ঢাকাআজ: সোমবার,৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মির্জাপুরে অবৈধ ৭ ইটভাটা ভেঙ্গে দিয়েছে প্রশাসন

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
জানুয়ারি ৯, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ । ১৮৪ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের মির্জাপুরে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার বহুরিয়া এলাকায় নতুন তৈরি হওয়া পরিবেশ দূষণকারী ৭টি ইটভাটায় অভিযান করে চিমনিগুলো স্থায়ীভাবে ভেঙে দেওয়া হয়।

ভেঙে ফেলা ইটভাটাগুলো হচ্ছে-বাটা ব্রিকস্, নিউ সরকার ব্রিকস্, হক ব্রিকস নিউ রমিজ ব্রিকস্, বিএন্ড বি ব্রিকস্, সানি ব্রিকস্ ও রানা ব্রিকস।

অভিযান চলাকালে পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, পরিবেশ অধিদফতরের উপপরিচালক মিঞা মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ ও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), এর জেলা শাখা টাঙ্গাইলের সাধারণ সম্পাদক ও বিশেষ টাস্কফোর্সের সদস্য আবু জোবায়ের উজ্জ্বল উপস্থিত ছিলেন।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেয়। টাঙ্গাইল পরিবেশ অধিদফতরের উপপরিচালক মাহমুদুল হক জানান, জেলায় নতুন করে কেউ অবৈধভাবে ভাটা নির্মাণ করলে তা ভেঙে ফেলা হবে। এছাড়া ছাড়পত্রবিহীন ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।