shrestonews
ঢাকাআজ: বৃহস্পতিবার,২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ/১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, বইছে কনকনে ঠান্ডা বাতাস

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ণ । ৮৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীসহ সারাদেশে বছর শুরুতেই জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সাথে বইছে কনকনে ঠান্ডা বাতাস। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হিমেল বাতাসে কাঁপছে দেশ। সূর্যের দেখা নেই। বইছে উত্তুরে হাওয়া।

শুক্রবার (৩ জানুয়ারি) মাঝরাত থেকেই রাজধানী ঢেকে গেছে ঘন কুয়াশায়। এর ফলে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। সকাল থেকেই দেখা নেই সূর্যের।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ে, ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল চুয়াডাঙ্গায়, ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস আরও জানায়, আগামী কয়েক দিন এমন পরিস্থিতি বহাল থাকতে পারে। বিরতি দিয়ে জানুয়ারির মধ্যভাগ থেকে আসতে পারে শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডায় শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

এরমধ্যে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। দিনের বেলায়ও আলো জ্বালিয়ে চলছে যানবাহনগুলো। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীতে কাবু হয়ে পড়েছে শিশুসহ নানা বয়সী মানুষ।বেশি বিপাকে পড়েছে ভবঘুরে ও শ্রমজীবীরা। রিকশাচালক, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষের ভোগান্তির মাত্রা বেশি। তীব্র ঠান্ডা উপেক্ষা করে ভোরেই কাজ নেমেছেন তারা। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।