shrestonews
ঢাকাআজ: শুক্রবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রান্সফরমার খুলতে গিয়ে চোরের মৃত্যু

সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
জানুয়ারি ২, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ । ৩২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্যাপুর ‍উপজেলার একটি রাইচ মিলের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত (৪০) এক চোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর (উত্তরপাড়া) এলাকা থেকে একটি ট্রান্সফরমারসহ ওই চোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, গয়েশপুর (উত্তরপাড়া) গ্রামের মৃত ফেলান ব্যাপারীর ছেলে ইব্রাহীম ব্যাপারী প্রায় একযুগ আগে বৈদ্যুতিক সংযোগ নিয়ে রাইচ মিল পরিচালনা করে আসছেন। এরমধ্যে বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৩ টার দিকে একটি সংঘবদ্ধ চোরের দল একটি বৈদ্যুতিক খুটি থেকে দুইটি ট্রান্সফরমার খুলে নেয়। এসময় বিদ্যৎস্পৃষ্টে এক চোর ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনাটি টের পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে বৃহস্পতিবার সকালে ঘটনা স্থল থেকে চোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে রাইচ মিল মালিক ইব্রাহীম ব্যাপারী বলেন, আমার মিলের বৈদ্যুতিক খুটিতে ৩ টি ট্রান্সফরমার ছিলো। এরমধ্য দুইটি খুলেছে চোরের দল। এর একটি নিয়ে গেছে আরেকটি মাটিতে ফেলে রেখে গেছে। এই চোরের দলের একজন বিদ্যুৎস্পৃষ্টে ঘটনা স্থলে নিহত হয়েছেন।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনা স্থলে যাওয়া হয়। সেখান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারসহ একটি ট্রান্সফরমার জব্দ করা হয়েছে। মৃত্যু ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।