shrestonews
ঢাকাআজ: মঙ্গলবার,৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

তাজা ফল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৮, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ । ২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কমলা, আপেল, আঙুর, নাশপাতি ও লেবুসহ বিভিন্ন ধরনের তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক ও কর কমিয়েছে সরকার।

সোমবার (১৭ মার্চ) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।

এ সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

আদেশে বলা হয়, রমজান মাসে তাজা ফলের দাম সাধারণ জনগণের ক্রয় সীমার মধ্যে রাখার লক্ষ্যে বৃহত্তর জনস্বার্থে সরকার তাজা ফল আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ এবং আমদানি পর্যায়ে আরোপিত ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ অব্যাহতি দিয়ে গত ১৬ মার্চ দুটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে।

এছাড়া গত ১০ মার্চ আরও একটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

ফলে, ফল আমদানিতে বিদ্যমান শুল্ক-করাদি ২৫ শতাংশ কমানো হলো।

যেসব ফল আমদানিতে সম্পূরক শুল্ক কমানো হলো, তাজা বা শুকনা কমলালেবু, তাজা বা শুকনা লেবু জাতীয় ফল, তাজা বা শুকনা আঙুর, তাজা বা শুকনা লেবু, তাজা আপেল ও নাশপাতি।