shrestonews
ঢাকাআজ: শুক্রবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদপুরের ৩৫ গ্রামে আজ থেকে রোজা শুরু

চাঁদপুর প্রতিনিধি
মার্চ ১, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ণ । ৪ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৩৫টি গ্রামে আজ শনিবার থেকে পবিত্র রোজা পালন শুরু করবেন মুসলিম সম্প্রদায়ের একাংশ।

জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলার এসব গ্রামে শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় করার মধ্য দিয়ে রোজা পালনের আনুষ্ঠানিকতা শুরু করেছেন তারা।

রাতে ফরিদগঞ্জ উপজেলার বদরপুর ঈদগাঁ জামে মসজিদের ইমাম মাওলানা শরীফুল ইসলাম চৌধুরী জানান, সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করেই পবিত্র রোজা পালনের সিদ্ধান্ত নেন তারা। তার মতো একই নিয়মের অনুসারীরাও রোজা পালনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

পাশের টোরা মুন্সিরহাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুব আলম জানান, আরবি ও চন্দ্র মাস হিসাব করেই ইমাম আবু হানিফা (রা.)-এর তরিকায় বিশ্বাসী প্রতিটি মুসলমান এভাবে ধর্মীয় উৎসবগুলো পালন করা একান্ত আবশ্যক। সুতরাং সেই নিয়ম মেনেই আমরা রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছি। যেমনটি অন্য বছরও করে থাকি।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের বাড়ি সৌদি আরব প্রবাসী মনির হোসেন মাল জানান, বর্তমানে সৌদি আরবেও রোজা এবং দেশের বাড়িতেও রোজা একসঙ্গে শুরু হচ্ছে।