shrestonews
ঢাকাআজ: শুক্রবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য

বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

shrestonews
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ণ । ৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনদিন বায়ুদূষণ বাড়ছে ঢাকায়। প্রতি বছর শীতকাল এলেই আরও ভয়ংকর হয়ে উঠছে এই শহরের বায়ু। গত কয়েকদিন ধরেই বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষেই ছিল রাজধানীর বায়ু। তবে, গতকাল শনিবার বৃষ্টির পর বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে নেমেছে রাজধানী ঢাকা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।

এদিন আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৮৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। গতকালও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর ছিল।

অন্যদিকে ১৯৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে সেনেগালের ডাকার। ১৮৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতে দিল্লি, চতুর্থ অবস্থানে রয়েছে চীনের উহান, যার স্কোর ১৮১ এবং ১৭৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি।

সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তালিকা প্রকাশ করে থাকে। প্রতিমুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে আসছে। আর তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।