shrestonews
ঢাকাআজ: শনিবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
জানুয়ারি ২৫, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ । ৫৫ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে হাবিল নামে এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত হাবিল (৩০) শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ কাউসার হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, হাবিলের বুকের এক অংশে গুলি লেগেছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য রামেকে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, রাত সাড়ে তিনটার দিকে ৬-৭ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করার সময় গুলির শব্দ শোনা যায়। তবে, বিজিবি এখনও নিশ্চিত হয়নি যে কেউ আহত হয়েছে কিনা।