shrestonews
ঢাকাআজ: শনিবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে খেজুর রস সংগ্রহে সচেতনতামূলক সভা

সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
জানুয়ারি ২০, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ । ৩৫ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্বাস্থ্য সম্মতভাবে খেজুর রস সংগ্রহ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে জয়পুরহাট পৌর এলাকার খঞ্জনপুর কুটিবাড়ী ব্রিজ এলাকায় সদর উপজেলা কৃষি অফিসের তত্বাবধানে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট সদর উপজেলা কৃষি অফিসার রাফসিয়া জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন।

এসময় সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার মাসুদ পারভেজ, কৃষি সম্প্রসারণ অফিসার আল মামুন অর রশিদ, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষ অফিসার অমল চন্দ্র মন্ডল সহ অন্যান্য অফিসার গন উপস্থিত ছিলেন।

সভায় মানবদেহের স্বাস্থ্য সুরক্ষায় ও নিপা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সম্মতভাবে খেজুর রস সংগ্রহ ও গুড় উৎপাদনে করনীয় বিষয় সমূহ নিয়ে আলোচনা হয়।

সচেতনতামূলক সভায় খেজুরের রস সংগ্রহ ও গুড় উৎপাদককারী কৃষক আনসার আলী সহ মোট ১৫ জন কৃষক অংশগ্রহন করেন।