shrestonews
ঢাকাআজ: বৃহস্পতিবার,৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জয় দিয়ে বিশ্বকাপ শুরু মেয়েদের

 ক্রীড়া প্রতিবেদক
জানুয়ারি ১৮, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ । ৪৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালকে ৫২ রানে অলআউট করে দিয়ে সেই রান তাড়া করেছে ৫ উইকেট আর ৪০ বল হাতে রেখে। নেপালকে ৫ উইকেটে হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ।

শনিবার (১৮ জানুয়ারি) নেপালকে ৫২ রানে অলআউট করে দিয়ে সেই রান তাড়া করেছে ৫ উইকেট আর ৪০ বল হাতে রেখে।

মালয়েশিয়ার বাঙ্গিতে টস হেরে ব্যাটিংয়ে নামা নেপালের ৫ উইকেট তোলে নেয় ৩০ রানের মধ্যেই। তবে ওপেনার সানা প্রাভিন এক প্রান্ত আগলে রাখেন অনেকটা সময়। সানা আউট হন ৩২ বলে ১৯ রান করে।

তিনি ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন আর কেবল ছয়ে নামা সিমানা কেসি (১০)। দলের আর কোনো ব্যাটার ৫ রানের বেশি করতে পারেননি। আফিয়া ইসলাম ইরা ও জান্নাতুল মাওয়া দলকে জিতিয়ে ফেরেন। অন্য ম্যাচে এ দিন স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পরের ম্যাচ সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে।