shrestonews
ঢাকাআজ: শুক্রবার,৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৮, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ । ৫২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অবিবেচকের মতো ভ্যাট হার বাড়ানো হয়েছে। এতে সামাজিক সুরক্ষায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও ‘অর্থনৈতিক শ্বেতপত্র, সংস্কার ও বাজেট’ বিষয়ক সংলাপে তিনি এ অভিমত তুলে ধরেন।

এসময় তিনি বলেন, অনেকে শ্বেতপত্রের ভুল ব্যাখ্যা করছেন। সুপারিশ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চিত বক্তব্য দিয়েছেন সরকারের ভেতরের অনেকে। প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক খাতে সরকার মনোযোগ দিলেও অর্থনৈতিক সংস্কারে রয়েছে মনোযোগের অভাব।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রবৃদ্ধির হার কমছে। এটা যে বাড়বে, তারও কোনো সম্ভাবনা নেই। এর মাঝেই, মধ্যমেয়াদি ফাঁদে আটকা পড়েছে দেশ। জ্বালানি নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা।