shrestonews
ঢাকাআজ: বুধবার,৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নৈশভোজের আয়োজনে ব্যস্ত ছিলেন কারিনা

shrestonews
জানুয়ারি ১৬, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ । ৩১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি


পতৌদিদের বাসভবনে নৈশভোজের আয়োজন হয়েছিল। করিনা কাপুর সেখানেই ব্যস্ত ছিলেন। তার ঠিক ঘণ্টাখানেক বাদেই যে স্বামী সইফ আলি খানকে এভাবে রক্তাক্ত অবস্থায় দেখতে হবে, সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি। এ যেন দুঃস্বপ্ন! দুষ্কৃতীদের আক্রমণের পর কী ঘটে? সেই ভিডিও এবার প্রকাশ্যে।

পতৌদিদের বাসভবনের সেই মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি করে ভাইরাল ভয়ানি। সেখানেই দেখা যায়, পরনে রাতপোশাক। ঢিলেঢালা গোলাপি শার্ট আর পাজামা। খোলা চুল। আলুথালু অবস্থা। পাগলপ্রায় পরিস্থিতি করিনার।

উদভ্রান্তের মতো এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটছেন। বারংবার মোবাইলে চোখ রাখছেন। এসবের মাঝেই বাড়ির পরিচারিকাদের সঙ্গে কথা উদ্বিগ্ন করিনাকে।

জানা গেছে, নৈশপার্টির পর নিজের ঘরেই ছিলেন অভিনেত্রী। পরিচারিকার সঙ্গে অনাহূতর বাকবিতণ্ডা শুনে বেডরুম থেকে বেরিয়ে আসেন সইফ। বড় বচসা বাঁধে। এর পরই বলিউড নবাবকে ৬ বার ছুরির কোপ মেরে পালায় দুষ্কৃতীরা। ঘটনার পর রক্তাক্ত সইফকে দেখে ঘাবড়ে যান করিনা কাপুর। এর পরই আহত স্বামীকে নিয়ে লীলাবতী হাসপাতালে ছোটেন বেবো। সেই ভিডিও আপাতত দেদার গতিতে ভাইরাল।

ডাকাতির রাতে বলিউডের খ্যাতনামা কজন এসেছিলেন সইফ-করিনার বাড়িতে। সন্ধ্যায় হাউজ পার্টির আয়োজন করেছিলেন কারিনা কাপুর। সেখানে উপস্থিত ছিলেন তার ‘গার্ল গ্যাং’। দিদি কারিশ্মা কাপুর, বন্ধু সোনম কাপুর ও রিয়া কাপুর। তাদের নিয়েই সন্ধ্যায় আনন্দে মেতে উঠেছিলেন নায়িকা। নৈশপার্টির কিছু ছবিও করিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কিন্তু তখনও কি তারা ভাবতে পেরেছিলেন যে, আর কয়েক ঘণ্টা পরই তাদের জীবনে এই ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে! এদিকে সইফের বাড়িতে দুষ্কৃতী হামলার পর আরও একবার মুম্বই প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।