shrestonews
ঢাকাআজ: শুক্রবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য

শীত বাড়তে পারে আগামী সপ্তাহে, জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৫, ২০২৫ ১:৩২ পূর্বাহ্ণ । ৭৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাঘ মাসের আগমন ঘটেছে। তবে এখন হাড়-কাঁপানো শীতের আশঙ্কা নেই। এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) পর্যন্ত শীতের অনুভূতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা কম। তবে শনিবার থেকে তাপমাত্রা কমে একটানা পাঁচ-ছয় দিন শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, আগামী দুই-তিন দিন তাপমাত্রা বাড়া বা কমার তেমন উল্লেখযোগ্য প্রবণতা নেই। কখনো কিছুটা বাড়তে পারে, আবার কমতে পারে। তবে আগামী শনিবার থেকে দিনের তাপমাত্রা কমার একটা প্রবণতা রয়েছে। এর ফলে তখন শীতের অনুভূতি বাড়তে পারে।

তিনি বলেন, শনিবার থেকে পরের সপ্তাহজুড়ে শীত কিছুটা বেশি থাকতে পারে। কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহও হতে পারে। তবে শৈত্যপ্রবাহ সম্পর্কে এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। দেশের উত্তরাঞ্চলে কুয়াশা কিছুটা বেশি থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আগামী কয়েক দিন সারা দেশে কুয়াশা কম থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বুধবার। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এর পরদিন শুক্রবার আবার দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।