shrestonews
ঢাকাআজ: বুধবার,৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগেরহাটে ৫ গুনিজনকে সম্মাননা প্রদান

বাগেরহাট প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ণ । ২১১৮ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটে বিভিন্ন ক্ষেত্রে ৫জন গুনি ব্যক্তিকে সম্মাননা দিয়েছেন জেলা শিল্পকলা একাডেমী। মঙ্গলবার (১৩ জানু) রাতে শহরের এসিলাহা মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ মোজাফফর হোসেন, অধ্যাপক বুলবুল কবির, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রাপ্তরা হলেন, কন্ঠ ও সংগীতে আলী মোজেজ আহমেদ, যাত্রাপালা আঃ গনি বরকন্দাজ, ফটোগ্রাফিতে সাংবাদিক আরিফুল ইসলাম, নৃত্যকলা কোহিনুর আক্তার ও সৃজনশীল সংগঠন হিসেবে বাগেরহাট ফিল্ম সোসাইটি।

সম্মাননা হিসেবে এসব গুণীজনদের, ফুলেল শুভেচ্ছা, উত্তরীয়, মেডেন পরিয়ে ২০ হাজার টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়। ২০১৩ সাল থেকে সারা দেশে সংষ্কৃতি মন্ত্রনালয়ের উদ্যোগে শিল্পকলা একাডেমী থেকে প্রতিবছর জেলায় পাঁচজনকে সম্মাননা প্রদান শুরু হয়।