shrestonews
ঢাকাআজ: বুধবার,৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাথরুমে পড়েছিল মা-মেয়ের মরদেহ

চট্টগ্রাম ব্যুরো
জানুয়ারি ১৪, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ । ৩৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বাথরুম থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৭৫ ব্লক থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ত্যথ নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. সিরাজ আমিন।

নিহতরা হলো- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের একই এলাকার মৃত রশিদ আহম্মদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) এবং তার মেয়ে সুবাইদা বিবি (১৮)।

সিরাজ আমিন বলেন, ভোরে রশিদ আহম্মদের ছেলে নুরুল হক ও রবিউল আলম ফজরের নামাজ পড়ার জন্য ওঠেন। এ সময় তারা পাশের মা ও বোনের কক্ষে লাইট জ্বালানো দেখতে পান। পরে ওই কক্ষে উঁকি দিয়ে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে শেডের পাশের একটি বাথরুম ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয়। পরে পাশের আরেকটি বাথরুম থেকে উঁকি দিয়ে মা ও বোনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তাদের চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে এসে মা ও মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে।

উখিয়া থানার ওসি মো. আরিফ হোছাইন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে মমতাজ বেগমের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে নিহত সুবাইদা বিবির কপালে লালচে দাগ, গলায় সামান্য দাগ এবং কানের পিছনে সামান্য রক্ত দেখা গেছে।

তিনি বলেন, এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।