shrestonews
ঢাকাআজ: বৃহস্পতিবার,২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ/১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য

তাপমাত্রা নামলো ৭ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১০, ২০২৫ ১২:১১ অপরাহ্ণ । ৫৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৬টায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তিন ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমে ৭ দশমিক ৩ ডিগ্রির ঘরে নেমে গেছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এ তথ্য নিশ্চিত করেন।

সরেজমিনে দেখা গেছে, হিমালয় থেকে বয়ে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। তবে শীত উপেক্ষা করে সকাল সকাল কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষজন।

এদিকে রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলো।

অন্যদিকে ঠান্ডার কারণে সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে তারা।