shrestonews
ঢাকাআজ: শনিবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

থানা থেকে পালালেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৯, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ । ৬৫ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরা পূর্ব থানা থেকে গ্রেপ্তার হওয়া হত্যা মামলার আসামি উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে এ তথ্য জানা যায়।

পুলিশ জানায়, বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরের পর তাকে আদালতে তোলার কথা ছিলো। তার আগে দুপুর সোয়া ১২টার সময় পূর্ব থানা থেকে পালিয়ে যায় শাহ আলম।

এ ঘটনায় একজন এসআইকে সাময়িক বরখাস্তের কথা জানান পুলিশ। এদিকে আসামি শাহ আলমকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন।

ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। গত ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যার মামলায় তাকে আসামি করা হয়।