shrestonews
ঢাকাআজ: রবিবার,২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহান আটক

মোঃ মশিউর রহমান,, টাঙ্গাইল
জানুয়ারি ৬, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ । ১৫০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সোহানুর রহমান ওরফে সোহানকে ঢাকায় আটক করেছে গোয়েন্দা পুলিশ। 

সোমবার (৬ জানুয়ারি) ভোরে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে দুই সহযোগিসহ আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সোহানের ঘনিষ্ঠ সূত্র। 

পুলিশ সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের  সোহান আত্মগোপনে চলে যান। গত ৫ আগস্ট টাঙ্গাইল শহরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত স্কুল ছাত্র মারুফ এবং মির্জাপুরে কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় সোহানকে আসামি করা হয়।

সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ জানান, ঢাকায় সোহানকে আটক করার খবর তারা মৌখিকভাবে পেয়েছেন। তবে এ সংক্রান্ত কোন কাগজপত্র পাননি। সোহানকে তাদের কাছে হস্তান্তর করার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।