shrestonews
ঢাকাআজ: রবিবার,২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

‘মুক্তবুদ্ধির চর্চা ব্যতিরেকে সমাজ এগোতে পারে না’

শহিদুল ইসলাম দইচ, যশোর
জানুয়ারি ৬, ২০২৫ ১১:০২ অপরাহ্ণ । ১০৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ঠ, মুক্তি সেখানে অসম্ভব” এই স্লোগান বুকে ধারন করে শিক্ষাবিদ আবুল হুসেনের নেতৃত্বে ঢাকায় গঠিত হয় ‘মুসলিম সাহিত্য সমাজ।’

উনিশ শতকের শুরুতে বাংলায় আধুনিক শিক্ষায় পিছিয়ে পড়া মুসলিম সমাজকে জাগিয়ে তুলতে বুদ্ধিবৃত্তিক আন্দোলনের পথিকৃৎ আবুল হুসেনের ১২৯ তম আবির্ভাব দিবসে সোমবার (৬ ডিসেম্বর ) আলোচকগণ বলেন, প্রকৃত প্রস্তাবে আমরা আজও সেই তিমিরেই পড়ে আছি।

প্রাচ্যসংঘে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অর্থনীতির শিক্ষক আবুল হুসেন যে প্রত্যয় নিয়ে সে দিন শিক্ষকতার পাশাপাশি ছাত্র-শিক্ষকের সম্মিলনে ঢাকায় গড়ে তোলেন ‘মুসলিম সাহিত্য সমাজ’ এখনো সে তাগিত প্রসঙ্গিক। বুদ্ধির মুক্তি বা মুক্তবুদ্ধির চর্চা ব্যতিরেকে কোন সমাজ এগোতে পারে না।

ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে ১৮৯৬ সালের ০৬ জানুয়ারি জন্মগ্রহণকারী এই মহান পুরুষের জন্মবার্ষিকীতে প্রাচ্যসংঘ আয়োজিত আবুল হুসেনের জীবন ও কর্মের উপর আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান, প্রাচ্য আকাদেমির অধ্যক্ষ আশরাফ।