shrestonews
ঢাকাআজ: রবিবার,২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

‘বিএনপি ক্ষমতায় এলে কৃষকের মুখে হাসি থাকবে’

শহিদুল ইসলাম দইচ, যশোর
জানুয়ারি ৬, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ । ৯২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাহির তুহিন বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে বার মাস কৃষকের মুখে হাসি থাকবে।

তিনি বলেন, কৃষক স্বাবলম্বী হলে দেশও স্বাবলম্বী হবে। সে কারণেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কৃষি ও কৃষকের উন্নয়নে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দল দেশ পরিচালনা দায়িত্ব পেলে সেসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সোমবার (৬ জানুয়ারি ) বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ও বাসুয়াড়ি ইউনিয়ন কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

জামদিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে জামদিয়া ইউনিয়নের সাইটখালী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইউব, জেলা কৃষক দলের সভাপতি মকবুল হোসেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান প্রমুখ।ফাঁকা ফসলের মাঠে দুই ইউনিয়নের কৃষকদলের দশ সহস্রাধিক নেতা-কর্মী সমর্থকদের উপস্থিতিতে সমাবেশস্থল উৎসবমুখর হয়ে ওঠে। কৃষক-কিষানীরা গরুর গাড়ি সাজিয়ে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। সমাবেশকে কেন্দ্র করে পাশে গ্রামীন মেলাও বসে।