shrestonews
ঢাকাআজ: রবিবার,২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবপুরে ভারতীয় গাঁজাসহ ৪ মাদক পাচারকারী  গ্রেফতার 

shrestonews
জানুয়ারি ৬, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ । ৫৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় গাঁজাসহ চার মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৬ জানুয়ারি) দুপুর ২ টার দিকে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির এসআই এস.এম. বুলবুল আহম্মেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাইওয়ে ইন হোটেলের সামনে থেকে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে আট কেজি গাঁজাসহ চার মাদক পাচারকারীকে গ্রেফতার করেন। 

গ্রেপ্তারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের দুলালপুর পূর্বপাড়া গ্রামের মো: কামরুল মিয়ার পুত্র মো: মোশারফ (১৯), হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের মৃত সাইদ মিয়ার পুত্র মো: জয়নাল মিয়া (২৯), মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর এলাকার মো: কালা মিয়ার পুত্র মো: শামসুর মিয়া(৩৫), একই উপজেলার কাবিলপুর গ্রামের মৃত মনসুর আলীর পুত্র মো: রমজান মিয়া (৩০)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ্ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।