shrestonews
ঢাকাআজ: রবিবার,২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শপিংমলে শপিং করছেন পাপন

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৬, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ । ৬৪ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। তার পালিয়ে যাওয়ার পর স্বৈরাচারের দোসররাও আত্মগোপনে চলে যান। এরমধ্যে অন্যতম সাবেক বিসিবি সভাপতি পাপন।

তবে এতোদিন কোথায় ছিলেন পাপন তার হদিস ছিল না। তবে একটি ভিডিওতে সাবেক এই বিসিবি বসকে দেখা গেছে।

এ সংক্রান্ত ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।  ভিডিওতে দেখা যায়, একটি সুপারশপে কেনাকাটা করছেন নাজমুল হাসান পাপন। এ সময় তার পাশে এক নারীকে দেখা গেছে। তবে সুপারশপটি কোথায় এবং তার সাথে থাকা নারীটি কে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে লন্ডনের একটি বাঙালি রেস্টুরেন্টের  সিঁড়িতে সস্ত্রীক তাকে বসে থাকতে দেখা যায়।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-৬ (ভৈরব) আসনে আওয়ামী লীগের টিকিটে এমপি হয়েছিলেন পাপন। পতিত সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে পালন করেছেন তিনি।