shrestonews
ঢাকাআজ: শুক্রবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় টি টেন ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
জানুয়ারি ২, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ । ৩৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির হিসেবে গাইবান্ধা জেলা ছাত্রদলের আয়োজনে টি টেন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) গাইবান্ধা সরকারি কলেজ মাঠে ” শারীরিক ও মানসিকভাবে সুস্থ সুন্দর প্রজন্ম গঠনই জাতীয়তাবাদী ছাত্রদলের সংকল্প” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলা ছাত্রদলের আয়োজনে এ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক এর পরিচালনায় এ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন গাইবান্ধা জেলা বিএনপির প্রধান সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টুটুল। এসময় পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আউয়াল আরজু। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সভাপতি আরিফুল ইসলাম আরেম,ইমাম হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমাম হাসান আলাল,পৌর ছাত্রদলের আহবায়ক সুজন পাটোয়ারী, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জাহিদসহ অন্যান্যরা।

এ টুর্নামেন্টে পৌর শহর ছাত্রদল চ্যাম্পিয়ান ও সদর উপজেলা ছাত্রদল রানার্সআপ হয়েছেন।