shrestonews
ঢাকাআজ: শনিবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদা নিতে গিয়ে গ্রেপ্তার যুবদল নেতা

সরকার লুৎফর রহমান গাইবান্ধা
জানুয়ারি ২, ২০২৫ ১:০৫ পূর্বাহ্ণ । ৩৫ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার ফুলছড়িতে সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আকতারুজ্জামান আক্তার হোসেন নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেপ্তার করে ফুলছড়ি থানা পুলিশ। গ্রেফতারকৃত আকতারুজ্জামান উপজেলার পারুলের চর গ্রামের মৃত মোগরব আলীর ছেলে। তিনি ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ওসি খন্দকার মো. হাফিজুর রহমান বলেন, দুপুরে বিচারপতি খুরশীদ আলম তার বাসভবনের সামনে পায়চারি করছিলেন। এ সময় আকতারুজ্জামান বিচারপতির কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।