গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোর থেকেই যাত্রীদের ঢল নেমেছে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। এতে দুই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ।
শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে থাকে। ফলে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী, চেরাগ আলী, সালনা, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি, রাজেন্দ্রপুর, হোতাপাড়া, ভবানীপুর, বাঘেরবাজার, গড়গড়িয়া, আনসার রোড, মাওনা চৌরাস্তা, এমসি বাজার, নয়নপুর বাজার ও জৈনাবাজার মোড় পর্যন্ত যান চলাচলে ধীরগতি দেখা গেছে।
এছাড়া, যত্রতত্র গাড়ি পার্কিং, ইউটার্ন নেওয়া এবং যাত্রী ওঠা-নামার কারণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকাতেও যানবাহনের প্রচণ্ড চাপ লক্ষ্য করা গেছে। ফলে এ রুটেও ধীরগতিতে চলছে যানবাহন।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ড্রোন পর্যবেক্ষণ, মোটরসাইকেল পেট্রোলিং, কুইক রেসপন্স টিম ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থার সদস্যরাও মাঠে রয়েছে।
এদিকে, পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটি হলে যাত্রীদের চাপ আরও বেড়ে যাবে, যা সড়কে চলাচলকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।