shrestonews
ঢাকাআজ: সোমবার,১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

খুলে দেয়া হলো ঢাকা বাইপাস ফোরলেন এক্সপ্রেসওয়ের ১৮ কিমি

গাজীপুর প্রতিনিধি
মার্চ ২৭, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ । ২২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদকে সামনে রেখে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য গাজীপুরের ভোগড়া থেকে ঢাকা বাইপাস ফোর লেনের এক্সপ্রেসওয়ের ৪৮ কিলোমিটার রাস্তার মধ্যে ১৮ কিলোমিটার রাস্তা সাময়িকভাবে খুলে দেয়া হয়েছে।

ঈদের আগে ৫ দিন ও পরে ৫ দিন কোন টোল ছাড়াই যানবাহন যাতায়াত করতে পারবে।

প্রকল্প সূত্রে জানা যায়, গাজীপুরের ভোগড়া থেকে মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার ফোর লেনের এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালে। তিন হাজার পাঁচ শত কোটি টাকা ব্যয় প্রকল্প নির্মাণ কাজ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে। ইতিমধ্যে প্রকল্পটির ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

প্রকল্পের ম্যানেজার সুমন সিংহ জানান, ঈদের আগে ঈদ যাত্রা স্বাভাবিক রাখতে এ প্রকল্পের ৪৮ কিলোমিটার রাস্তার মধ্যে ভোগড়া থেকে নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল পর্যন্ত ১৮ কিলোমিটার ফোর লেন এক্সপ্রেসওয়ের রাস্তাটি সাময়িকভাবে চালু করা হয়েছে।