আসছে এপ্রিলে দেশের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি তীব্র বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, এ মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে এবং কয়েকটি কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে।
এপ্রিল মাসে দেশে ২-৪টি মৃদু (৩৬-৩৭.৯°সে.), মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং ১-২টি তীব্র (৪০-৪১.৯°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকার সম্ভাবনা রয়েছে, যা জনজীবনে বিপর্যয় ডেকে আনতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এ মাসে ৫-৭ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এপ্রিলে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে উপকূলীয় এলাকায় সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।
দেশের প্রধান নদ-নদীগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে মাসের দ্বিতীয়ার্ধে উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে পানি সমতল দ্রুত বাড়তে পারে, যা আকস্মিক বন্যার ঝুঁকি বাড়াতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশবাসীকে প্রচণ্ড গরম ও বজ্রঝড়ের জন্য প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থদের প্রচণ্ড গরম থেকে সুরক্ষার ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।