shrestonews
ঢাকাআজ: বৃহস্পতিবার,২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ/১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য

ছুটিতে এসে প্রতিপক্ষের হামলায় লাশ হলেন সৌদি প্রবাসী

নড়াইল প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ । ১৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিপক্ষের হামলায় নড়াইলে সৌদি প্রবাসী আকরাম শেখ (৪৫) নিহত হয়েছেন। সৌদি আরব থেকে সম্প্রতি বাড়িতে আসেন আকরাম।

এলাকায় আধিপত্য বিস্তারের জেরে বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের চরশুকতাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকরাম চরশুকতাইল গ্রামের হেকমত শেখের ছেলে।

ওই গ্রামের আনসার জমাদ্দার ও হেকমত শেখের লোকজনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহতের পরিবার জানায়, বুধবার সন্ধ্যায় আকরাম শেখ গ্রামের চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় আনসার জমাদ্দারের লোকজন অতর্কিতভাবে আকরামকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।