shrestonews
ঢাকাআজ: বৃহস্পতিবার,২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ/১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী

চট্টগ্রাম সংবাদদাতা
মার্চ ৯, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ । ১৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের সীতাকুণ্ডে গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছে স্থানীয় গার্লস স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থী।

শনিবার দুপুর ১টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকায় ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হন বলে জানান ওই তরুণী।

পরে সীতাকুণ্ড থানার পুলিশ বেলা ৩টার দিকে ধর্ষণের শিকার হওয়া তরুণীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

জানা যায়, শনিবার দুপুরে রাকিব (২৫) নামে তার এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সী-বিচ এলাকায় ঘুরতে যায় সীতাকুন্ড গার্লস কলেজের এই শিক্ষার্থী। বীচ এলাকার বেড়িবাঁধ পার হয়ে (দিদারের প্রজেক্ট) পশ্চিমে বাগানের ভেতরে সাগর পাড়ে যাওয়ার সময় চার যুবক তাকে জোর করে উপকূলীয় বনের বাগান এলাকায় নিয়ে যায়।

এসময় শিক্ষার্থীর বন্ধু রাকিবকে মারধর করে গাছের সাথে বেঁধে তরুণীকে ধর্ষণ করে তারা। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।