shrestonews
ঢাকাআজ: শুক্রবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য

বিপিএলের প্লে-অফ সমীকরণ

ক্রীড়া প্রতিবেদক
ফেব্রুয়ারি ১, ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ । ৬০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশতম আসরের শেষ চারের চূড়ান্ত সমীকরণ জমে উঠেছে। নিয়ম অনু্যায়ী টেবিলের প্রথম দুই দল খেলবে প্রথম কোয়ালিফায়ার যেখানে হারলেও সুযোগ থাকছে ফাইনাল খেলার। কারণ, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দুই দলের এলিমিনেটর ম্যাচের জয়ী দলের সাথে জিতলেও ফাইনালের টিকিট পাবে তারা।

চলতি বিপিএল আসরে ছুটতে থাকা রংপুর রাইডার্স খেই হারিয়েছে গ্রুপ পর্বের শেষ দিকে এসে। টানা ৮ ম্যাচ জয়ের পরে টানা ৪ ম্যাচে হারের মুখ দেখেছে উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি। এখন উল্টো শঙ্কা জেগেছে কোয়ালিফায়ারে সরাসরি সুযোগ পাওয়া নিয়ে।

রংপুরের পয়েন্ট এখন ১২ ম্যাচে ১৬। তারা আছে তালিকার দুইয়ে। ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে ফরচুন বরিশাল।

শেষ ম্যাচে ‍খুলনার প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। ঢাকাকে হারাতে পারলে প্লে-অফ নিশ্চিত হবে খুলনার। রাজশাহীর সমান পয়েন্ট হলেও তখন রানরেটে এগিয়ে থাকবে খুলনা। আর হারলে সুপার ফোর নিশ্চিত হবে রাজশাহীর।

কোনো সমীকরণেই নেই দুই ফ্র্যাঞ্চাইজি ঢাকা ও সিলেট। ১১ ম্যাচে ঢাকার পয়েন্ট ৬, তারা আছে টেবিলের ষষ্ঠ অবস্থানে। ১২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার শেষে সিলেট স্ট্রাইকার্স।

আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম প্লে-অফ। ৫ তারিখে দ্বিতীয় প্লে-অফের পর ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে বিপিএলের মেগা ফাইনাল।