shrestonews
ঢাকাআজ: শনিবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বুয়েট ছাত্রের সাথে প্রেম! জবি শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৬, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ণ । ৫৫ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী সাবরিনা রহমান শাম্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় মেস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শাম্মী সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি পুরান ঢাকার কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন।

ওসি মো. সাইফুল ইসলাম বলেন, শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। তিনি সেখানে একটি রুমে একাই থাকতেন। পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। রোববার ভোর সাড়ে ৪টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মো. তাজাম্মুল হক বলেন, প্রাথমিকভাবে জানা যায় মেয়েটির বুয়েটের একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। সেই ছেলের সাথে কোনো কারণে সমস্যার কারণে এ ঘটনা ঘটতে পারে।

তিনি আরও বলেন, সাবরিনা রহমান শাম্মীর বাড়ি যশোর। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।