shrestonews
ঢাকাআজ: বৃহস্পতিবার,২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আটঘরিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ২৩তম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

পাবনা প্রতিনিধি 
জানুয়ারি ২৩, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ । ১৮ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আটঘরিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ২৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার ২৩ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় ক্রিয়া প্রতিযোগিতার শুভ সুচনা শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ক্রীড়া অনুষ্ঠান 

শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম। 

আটঘরিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মুস্তারি, 

উপজেলা স্বাস্থ্য পঃ পঃ  কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, 

আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন বিএনপির নেতা আশরাফুল ইসলা প্রমুখ। 

উক্ত ক্রীড়ানুষ্ঠানে ধারা বর্ণনায় ছিলেন সহকারি শিক্ষক ফারুক হোসেন, আশরাফ আলী, শিউলী খাতুন। মোট ৪২ টি ইভেন্টে দিনব্যাপী ক্রীড়া  অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। শুরুতেই জাতীয় ক্রিয়া পতাকা, ক্রীড়া পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করা হয়। 

এসময় ক্রীড়া পরিচালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, ক্রীড়া শিক্ষক এবিএম আব্দুল মমিন, সহকারী শিক্ষক আবুল হোসেন, আবুল রাসেল, জেসমিন নাহার, হেলাল উদ্দিন, আফরোজা খাতুন, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম। 

উক্ত ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।