shrestonews
ঢাকাআজ: বৃহস্পতিবার,২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবপুরে কসমেটিকসহ ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ । ৪৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের মাধবপুরে কসমেটিকস সামগ্রী সহ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা যায়, সরাইল ব্যাটালিয়ন (২৫) বিজিবি বিওপি’র একটি টহল দল এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) ভোর ৫ টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী তুলসীপুর বাজার নামক এলাকায় সীমান্ত পিলার ১৯৯০/এমপি হতে ২ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে চোরাচালানকৃত বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস সামগ্রী ১২ হাজার ২ শত ২৮ পিস, থ্রি -ডি আইবল ক্যান্ডি ৯ হাজার ৩ শত ৭৫ পিস পণ্য সহ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫১ লক্ষ ১২ হাজার ৭ শত ৫০ টাকার পণ্য জব্দ করা হয়।জব্দকৃত পণ্য সামগ্রী হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

কুমিল্লা সেক্টরের সরাইল ব্যাটালিয়ন(২৫ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি, এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বদ্ধ পরিকর এবং এধরনের অভিযান চলমান থাকবে।