shrestonews
ঢাকাআজ: বৃহস্পতিবার,২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নড়াইলে তারুণ্যের উৎসবে সাইক্লিং প্রতিযোগিতা

নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ । ২৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২জানুয়ারি)দুপুরে শহরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে এ প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়।

তারুণ্যের উৎসব প্রতিযোগিতার উদ্বোধন করেন,খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। এসময় উপস্থিত ছিলেন,নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, নড়াইল পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান প্রমুখ।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় জেলার বিভিন্ন  এলাকা থেকে মোট ৫০ জন প্রতিযোগী  অংশ গ্রহণ করে। ছোট বালকদের ২ টি, মধ্যেম বালকদের ১টি ও বড় বালকদের ১ টি এবং বালিকাদের ১টিসহ মোট ৫টি গ্রæপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৬০০ মিটার সাইকেল চালিয়ে প্রতিযোগিতায় বড় বালকদের গ্রæপে প্রথম হয়েছেন রাফসান হাসান, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে ওমর ফারুক ও মো. খালিদ। বালিকাদের গ্রæপটিতে প্রথম হয়েছেন রানি বিশ্বাস, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে পায়েল বিশ্বাস ও রিয়া রায়।