shrestonews
ঢাকাআজ: বুধবার,১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে শীতার্তদের মাঝে যুবদলের শীতবস্ত্র বিতরণ

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
জানুয়ারি ২২, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ । ৭৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় টাঙ্গাইলে শীতার্ত হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করছে জেলা যুবদল।

এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা যুবদলের উদ্যোগে টাঙ্গাইল পৌর উদ্যানে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক জাহিদ হাসান মালা, সৈয়দ হাবিবুল আলম সাথিল, এ কে এম আব্দুল্লাহ প্রমুখ। এ সময় জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর যুবদলের আহবায়ক রাশেদ খান সোহাগ, সদস্য সচিব মীর মাজেদুর রহমান সজিব, যুবনেতা সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, তানভীর হোসেন সজন, মিজানুর রহমান উজ্জ্বল, ইকবাল তালুকদার, ওয়াসিম, উজ্জ্বল হোসেন, মোরশেদ সরয়ার বাপ্পি, মোস্তফা, মামুন, কামাল, মিশু, হিমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।